হবিগঞ্জ ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও হবিগঞ্জ-৪ এর রাজনৈতিক ঐতিহ্য Logo চুনারুঘাটে সাংবাদিক নোমান কে প্রাণনাশের হুমকি, থানায় জিডি Logo চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও হত্যা মামলার আসামি আব্দুল হক কুটি র‌্যাবের হাতে গ্রেফতার Logo ফ্যাসিষ্ট শেখ হাসিনার সময়ে প্রতিটি খুন-গুমের বিচার বাংলার মাটিতে হবে-মামুনুল হক Logo দেশকে অস্থির করার জন্য স্বৈরাচারের দোসরা নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে, সৈয়দ মোঃ শাহজাহান Logo চুনারুঘাটে টিসিবির পন্য বিক্রি না করে মজুদ: ২ ডিলারের মালিক আটক Logo মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo চুনারুঘাটে পৃথক স্থান থেকে নারী সহ ৩ মরদেহ উদ্ধার Logo ফ্যাসিবাদ আজ পালিয়ে বেড়াচ্ছে! মোহাম্মদ সুমন Logo চুনারুঘাটে বেপরোয়া মোটরসাইকেলের চালকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সার্জেন্ট গুরুত : আহত ঢাকায় সিএমএইচে ভর্তি
আমার বাবার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি চুনারুঘাট বাসী দেখতে চায়, বকুল

আকল মিয়া হত্যার ৫ বছর পর ফের জনতার মানববন্ধন, রঞ্জন সহ জড়িতদের ফাঁসি দাবী

হবিগঞ্জের চুনারুঘাটের ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যা মামলায় জড়িত সকল আসামির ফাঁসির দাবিতে ফের ৫ বছর পর মানববন্ধন করেছে চুনারুঘাট স্বর্বদলীয় সংগ্রাম পরিষদ।

সম্প্রতি মামলার প্রধান আসামী রঞ্জন পাল হত্যাকাণ্ডের দীর্ঘ ৫ বছর পর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এইর প্রেক্ষিতে গতকাল (২ অক্টোবর) সোমবার বিকেলে চুনারুঘাট সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে পৌর মানববন্ধন ও প্রতিবাত সভা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার লোকজন অংশ নেয়। এ সময় মানুষের ভিড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি রঞ্জন পালসহ জড়িত সবার ফাঁসি ও পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রঞ্জন চন্দ্র পাল চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডের রবীন চন্দ্র পালের ছেলে। নিহত আবুল হোসেন একই এলাকার বাসিন্দা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু, রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা আলী মোজাহিদ চৌধুরী, ব্যাকস সভাপতি মো. সালাম তালুকদার, সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দাশ, পৌর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোক্তাদির কৃষাণ চৌধুরী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সুহেল আরমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল, তাঁতী লীগের সভাপতি খন্দকার কবির, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম সহ সর্বস্থরের জনসাধারণ।

বক্তারা বলেন, রঞ্জন পালের নেতৃত্বেই আকল মিয়াকে হত্যা করা হয়েছে। আকল মিয়াকে হত্যা করে তার পরিবারকে দূর্বল করার উদ্দেশেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী মসজিদে যাওয়ার পথে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। আমরা গ্রেপ্তার আসামির ফাঁসিসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

নিহত ব্যবসায়ী নেতা আবুল হোসেন আকল মিয়ার ছেলে নাজমুল ইসলাম বকুল বলেন, আমার বাবা সব সময় নির্যাতিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বাজারের ব্যবসায়ীদের সুখ, দুঃখে তাদে পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে লড়ে গেছেন। তাই ব্যবসায়ী সহ সর্বমহলের মানুষ আজও আমার বাবাকে হৃদয়ে রয়েছেন। আজকের এই মানববন্ধন এটাই তার প্রমাণ।

তিনি আরো বলেন, আমার বাবার মৃত্যুর ৫ বছর পরও মানুষ ভুলে নাই। ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ আজকের মানববন্ধন ও প্রতিবাদ সভায় হাজির হয়েছেন।আমি চুনারুঘাটবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আপনার আমাদের পরিবারের দুর্সময়ে পাশে থেকে সহযোগিতা করেছেন। বাবার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাই।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ মার্চ ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা আকল মিয়ার ওপর হামলা করে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ঘটনার পরদিন নিহতের ছেলে নাজমুল ইসলাম বকুল রঞ্জন চন্দ্র পালকে প্রধান আসামি এবং ৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

একই বছরের ৩০ মার্চ মামলার অন্যতম আসামি জসিম উদ্দিন ওরফে শামীমকে ঢাকার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার দ্বিতীয় আসামি চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর কুতুব আলীকারাগারে মারা যান।

এদিকে ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি রঞ্জন চন্দ্র পাল পলাতক ছিলেন। দীর্ঘ সাড়ে ৫ বছর পর গত ২৬ সেপ্টেম্বর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চারিপাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও হবিগঞ্জ-৪ এর রাজনৈতিক ঐতিহ্য

আমার বাবার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি চুনারুঘাট বাসী দেখতে চায়, বকুল

আকল মিয়া হত্যার ৫ বছর পর ফের জনতার মানববন্ধন, রঞ্জন সহ জড়িতদের ফাঁসি দাবী

আপডেট সময় ০১:৩৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩

হবিগঞ্জের চুনারুঘাটের ব্যবসায়ী কল্যাণ সমিতির (ব্যকস) ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যা মামলায় জড়িত সকল আসামির ফাঁসির দাবিতে ফের ৫ বছর পর মানববন্ধন করেছে চুনারুঘাট স্বর্বদলীয় সংগ্রাম পরিষদ।

সম্প্রতি মামলার প্রধান আসামী রঞ্জন পাল হত্যাকাণ্ডের দীর্ঘ ৫ বছর পর আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এইর প্রেক্ষিতে গতকাল (২ অক্টোবর) সোমবার বিকেলে চুনারুঘাট সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে পৌর মানববন্ধন ও প্রতিবাত সভা অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার লোকজন অংশ নেয়। এ সময় মানুষের ভিড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মানববন্ধন থেকে হত্যাকাণ্ডের প্রধান আসামি রঞ্জন পালসহ জড়িত সবার ফাঁসি ও পলাতক আসামিদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

রঞ্জন চন্দ্র পাল চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডের রবীন চন্দ্র পালের ছেলে। নিহত আবুল হোসেন একই এলাকার বাসিন্দা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু, রানীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতা আলী মোজাহিদ চৌধুরী, ব্যাকস সভাপতি মো. সালাম তালুকদার, সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল দাশ, পৌর আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোক্তাদির কৃষাণ চৌধুরী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট শহীদুল ইসলাম, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সুহেল আরমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ জামাল, তাঁতী লীগের সভাপতি খন্দকার কবির, ব্যবসায়ী নেতা সাজিদুল ইসলাম সহ সর্বস্থরের জনসাধারণ।

বক্তারা বলেন, রঞ্জন পালের নেতৃত্বেই আকল মিয়াকে হত্যা করা হয়েছে। আকল মিয়াকে হত্যা করে তার পরিবারকে দূর্বল করার উদ্দেশেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী মসজিদে যাওয়ার পথে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। আমরা গ্রেপ্তার আসামির ফাঁসিসহ অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

নিহত ব্যবসায়ী নেতা আবুল হোসেন আকল মিয়ার ছেলে নাজমুল ইসলাম বকুল বলেন, আমার বাবা সব সময় নির্যাতিত মানুষের কল্যাণে কাজ করে গেছেন। বাজারের ব্যবসায়ীদের সুখ, দুঃখে তাদে পাশে থেকে তাদের ন্যায্য অধিকার আদায়ে লড়ে গেছেন। তাই ব্যবসায়ী সহ সর্বমহলের মানুষ আজও আমার বাবাকে হৃদয়ে রয়েছেন। আজকের এই মানববন্ধন এটাই তার প্রমাণ।

তিনি আরো বলেন, আমার বাবার মৃত্যুর ৫ বছর পরও মানুষ ভুলে নাই। ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষ আজকের মানববন্ধন ও প্রতিবাদ সভায় হাজির হয়েছেন।আমি চুনারুঘাটবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আপনার আমাদের পরিবারের দুর্সময়ে পাশে থেকে সহযোগিতা করেছেন। বাবার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানাই।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১ মার্চ ভোরে নামাজ পড়তে যাওয়ার সময় দুর্বৃত্তরা আকল মিয়ার ওপর হামলা করে। হামলায় তিনি গুরুতর আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওই ঘটনার পরদিন নিহতের ছেলে নাজমুল ইসলাম বকুল রঞ্জন চন্দ্র পালকে প্রধান আসামি এবং ৪ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

একই বছরের ৩০ মার্চ মামলার অন্যতম আসামি জসিম উদ্দিন ওরফে শামীমকে ঢাকার তেজকুনিপাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার দ্বিতীয় আসামি চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর কুতুব আলীকারাগারে মারা যান।

এদিকে ঘটনার পর থেকে মামলার প্রধান আসামি রঞ্জন চন্দ্র পাল পলাতক ছিলেন। দীর্ঘ সাড়ে ৫ বছর পর গত ২৬ সেপ্টেম্বর হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।