হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা গাজীপুর ইউনিয়নের অন্তরগত ইকরতলী গ্রামে গত মাসের ২৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় মীর পরিবারে জন্মগ্রহন করে সেই নবজাতক কন্যা সন্তান।
গত বুধবার বেলা ১২ . ঘটিকার সময় ঈদে মিলাদুন্নবী মিলাদ মাহফিলে এলাকার সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্হিতিতে সকলের সর্বসম্মতিক্রমে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসকের নামে মাওলানা আব্দুল্লাহ সাহেবের দোয়া পরিচালনায় সেই নবজাতকের নাম রাখা হয় ইশরাত জাহান।
একজন ধর্মবিরু আল্লাহ ওয়ালা পরহেজগার দায়িত্ব পালনে সাবেক জেলা প্রশাসক ইশরাত জাহানের ভূমিকা ছিল অতুলনীয়। হবিগঞ্জের বিভিন্ন উপজেলা গ্রাম থেকে শহর হাওড়া থেকে পাহাড় বেষ্টিত হবিগঞ্জ জেলার সর্বস্তরের মানুষের হৃদয় স্পন্দন ছিলেন হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ইশরাত জাহান।
সেই নবজাতক সন্তানের পিতা সাংবাদিক মীর জুবাইর আলম জানান।সাবেক জেলা প্রশাসক ইশরাত জাহান তিনি হবিগঞ্জ জেলা যোগদান করার পর থেকে উনার আর্দশ নীতি দেখে খুবই ভাল লাগে। সংবাদপত্রে কাজ করার সুবাদে পরিচয় হয় জেলা প্রশাসক ইশরাত জাহানের সাথে।
সে ক্ষেত্রে নিজের প্রতিষ্ঠিত ইকরতলী গাউছিয়া জালালিয়া করিমিয়া মকছুদিয়া মৌলানা আছাদ আলী সুন্নিয়া দাখিল মাদ্রাসার জন্য জেলা প্রশাসকের নিকট,আর্থিক সাহায্যের আবেদন করা হলে হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক ইশরাত জাহান তিনি আন্তরিকতার সাথে সর্বপ্রথম এই মাদ্রাসায় আর্থিক সহযোগিতা প্রদান করেন।
সে থেকে চলমান শুরু হয় মাদ্রাসার উন্নয়নের কার্যক্রম এবং মাদ্রাসাটির প্রতি সাবেক জেলা প্রশাসক মহোদয়ের রয়েছিল আন্তরিক ভালোবাসা, তিনি প্রায় সময় মাদ্রাসার ছাত্র-ছাত্রী লেখাপড়ার উন্নতির জন্য বিভিন্ন পরামর্শ দিয়ে থাকতেন অত্র মাদ্রাসার দাতা প্রতিষ্ঠিত পরিচালনাক মীর জুবায়ের আলম কে।
নব প্রতিষ্ঠিত মাদ্রার প্রতি গভীর ভালবাসা দেখে সাবেক জেলা প্রশাসকের স্মৃতিচারণ ধরে রাখতে সাংবাদিকীর জুবায়ের আলম তার তার নবজাতক কন্যা সন্তানের নাম রাখেন ইশরাত জাহান।