নানা কর্মসূচির মধ্য দিয়ে হবিগঞ্জের মাধবপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সানের নেতৃত্বে উপজেলা পরিষদে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর জন্মবার্ষিকী উপলক্ষে শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতিতে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক জ্ঞাপন ও দোয়া ফাতেহা পাঠ পূর্বক মোনাজাত করা হয়।
উপজেলা প্রশাসন, মাধবপুর থানা পুলিশ ও মাধবপুর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান এর সভাপতিত্বে আলোচনা ও স্মৃতিচারণ সভায় অংশগ্রহণ করেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)রাহাত বিন কুতুব, সহকারী পুলিশ সুপার (মাধবপুর- সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তী, ওসি মোঃ আব্দুর রাজ্জাক, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম, খাদ্য নিয়ন্ত্রক সাহানা সুলতানা, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য সুজন রায়,নাহিদ মিয়া প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অনুপ্রেরণা ও শক্তি হিসেবে মহীয়সী নারী শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ভুমিকা ছিল অনেক বেশি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন এবং বিশদ আলোচনা করেন। উল্লেখ্য, আলোচনা সভা শেষে গরীব ও দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।