ইউএসএআইডি ইকোসিস্টেম/প্রতিবেশ অ্যাক্টিভিটি এবং রেমা-কালেঙ্গা সহ-ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে বন টহলদলের দুই দিনব্যাপি (১৬-১৭ জুলাই) প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সরাসরি তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এই দুই দিনব্যাপী প্রশিক্ষণে বন অধিদপ্তর, কালেঙ্গা রেঞ্জ এবং কমিউনিটি টহল দলের মোট ২৫ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
উক্ত প্রশিক্ষণে বনে যাঁরা টহল প্রদান করেন তাঁরা টহলের সময় যদি কোন ধরণের অনাঙ্খিত বিপদের সম্মুখীন হন তাহলে বিপদাপন্ন টহল সদস্যকে কিভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সুস্থ করবেন সে বিষয় নিয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে কেপাসিটি বিল্ডিং স্পেশালিষ্ট ইউএসএআইডি ইকোসিস্টেম/প্রতিবেশ এ্যাকটিভিটি ঢাকার মহিবুর রহমান সাগর বিন হাবিব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ডেপুটি ডিরেক্টর ট্রেনিং ডিপার্টমেন্টের তরুন কান্তি শাহ ও সাইট অফিসার সৈয়দ আব্দুস সামাদ, প্রতিবেশ অ্যাক্টিভিটি চুনারুঘাট।
উল্লেখ্য, টহল সদস্যগণ টহলের সময় সাপে কাটা, আগুন নিভানোর মাধ্যমে ক্ষতিসহ অন্যান্য বিপদের সম্মুখীন হয়ে থাকেন। সেই বিষয়ে প্রশিক্ষণে সহজে মুক্তি পাওয়া বন টহলদলের প্রশিক্ষণ দেয়া হয়।