চুনারুঘাটে বীরমুক্তিযোদ্ধা শুইয়াবুর রহমান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে গাজীগঞ্জের নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্রদের মধ্যে পোষাক বিতরণ করা হয়েছে।
আজ (৮ মার্চ) শনিবার বিকেলে উপজেলার গাজিগঞ্জ বাজারে মাদ্রাসায় কক্ষে এ-উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়রাম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, রানীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, মাদ্রাসার সভাপতি কাজী হারুনুর রশিদ, সেক্রেটারী ফরহাদ বকত চৌধুরী, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, চাটপাড়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক কাজী সোহাগ, ব্যবসায়ী ফজলুল হক, মহিবুল হাসান তুহিন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলেন, বীরমুক্তিযোদ্ধা শুইয়াবুর রহমান কল্যাণ ট্রাস্টের পরিচালক আমিরিকা প্রবাসী
ইব্রাহিম আহমেদ ফয়েজি ও সার্বিক সহযোগিতায় ছিলেন ইব্রাহিম সুমন।
উল্লেখ্য, ঈদ উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা শুইয়াবুর রহমান কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মাদ্রাসার এতিমখানার ছাত্রদের পোষাক বিতরণ করা হয়।