হবিগঞ্জ জেলা থেকে ৪০তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা দিয়েছে জেলা পুলিশ। আজ (২০মে) শুক্রবার সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলণ কক্ষে বিভিন্ন ক্যাডারে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায়
সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলি।
এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), হবিগঞ্জ, মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল)।
অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার এস এম মুরাদ আলি জেলা হতে ৪০তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন ও শুভেচ্ছা বিনিময় করেন।
প্রসঙ্গ,
হবিগঞ্জ জেলা হতে ৪০তম বিসিএস-এ বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্তরা হলেন-তাপস চক্রবর্তী তৃুষার (বিসিএস-প্রশাসন), মোঃ মাহমুদুল ইসলাম (বিসিএস-প্রশাসন), সঞ্জীব দেব (বিসিএস-পুলিশ), মোঃ আশরাফুজ্জামান (বিসিএস-পুলিশ), জনি লাল দেব (বিসিএস-পুলিশ), মোঃ মাহবুবুর রহমান (বিসিএস-কৃষি), মোছাঃ ফেরদৌস আক্তার (সাধারণ শিক্ষা), মোঃ শরিফুল ইসলাম (বিসিএস-সাধারণ শিক্ষা), ফাতেমা তুজ জহুরা (বিসিএস-সাধারণ শিক্ষা), মাহবুবা আক্তার (বিসিএস-সাধারণ শিক্ষা), ছাদিকুল হক (বিসিএস-সাধারণ শিক্ষা), মোঃ নাজমুস সাকিব চৌধুরী (বিসিএস-সাধারণ শিক্ষা), মোহাম্মদ হুমায়ূন কবীর (বিসিএস-সাধারণ শিক্ষা), মোছাঃ জেসমিন আক্তার (বিসিএস-সাধারণ শিক্ষা), জসিম উদ্দিন (বিসিএস-সাধারণ শিক্ষা), মোঃ ইসমাইল মোর্শেদ (বিসিএস-ট্যাক্স), এসএম শাফায়াত আখতার নুর (বিসিএস-প্রশাসন), মোঃ ইব্রাহীম হোসাইন খোকন (বিসিএস-সাধারণ শিক্ষা), মিনহাজ আহমেদ শোভন (বিসিএস-ট্যাক্স), প্রনজিত চন্দ্র দাস (বিসিএস-লাইভস্টোক)।