চুনারুঘাট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাইকার অর্থায়নে সিলিং ফ্যান ও বেঞ্চ বিতরণ করা হয়েছে। আজ (১৬মে) সোমবার দুপুরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর।
উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শামসুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, সহকারী শিক্ষা অফিসার খুরশেদ আলম,বিভিন্ন প্রতিষ্টানের প্রতিনিধিগন। পরে তাদের হাতে ফ্যান, বেঞ্চ ও শিক্ষা উপকরন তোলেন দেন অতিথিবৃন্ধ।