পুলিশ সূত্রে জানা যায়, সকালে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মাজকান্দি হাওরে কৃষিকাজ করতে যান স্থানীয় কয়েকজন কৃষক। এ সময় গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত এক বৃদ্ধের মৃতদেহ দেখতে পান তাঁরা। স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে অবগত করলে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত বৃদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলাওয়ার হোসেন বলেন, ‘স্থানীয় লোকজন মাজকান্দি হাওরে কাজ করতে যাওয়ার সময় এক বৃদ্ধের মরদেহ দেখতে পান। বিষয়টি আমি জানার পর প্রশাসনকে অবগত করি।’
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ডালিম আহমেদ বলেন, ‘খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ মরদেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে আমরা পরিচয় জানার চেষ্টা করছি