মাধবপুর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশিয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাতে সাড়ে ৩টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজীবাজার সাকিনস্থ ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাস ফিল্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন-আব্দুল মানিক মিয়া (৪০) পিতা মৃত সরাফত উল্লাহ,গ্রাম নোয়াপাতারিয়া মক্রমপুর ইউনিয়ন,থানা বানিয়াচং জেলা হবিগঞ্জ, মনসুর রহমান মসুর(৪৫) পিতা আবু রহিম মিয়া,গ্রাম জগতপুর থানা শায়েস্তাগঞ্জ জেলা হবিগঞ্জ, মোঃ কবির মিয়া পিতা ছালেক মিয়া (আবু মিয়া)গ্রাম বিরামচর থানা শায়েস্তাগঞ্জ জেলা হবিগঞ্জ, মোঃ মহিউদ্দিন (২৭) পিতা মৃত কালা মিয়া গ্রাম পুর্ব ইটাখোলা থানা মাধবপুর জেলা হবিগঞ্জ।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, সোমবার গভীর রাতে মাধবপুর থানার এসআই (নিঃ) মানিক কুমার সাহা ও এসআই (নিঃ) অনিক চন্দ্র দেব সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল মানিক মিয়া, মনসুর রহমান, মোঃ কবির মিয়া, মোঃ মহিউদ্দিন কে আটক করা হয়। অন্যান্য ডাকাত পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে এরা ডাকাতির সাথে জড়িত।
অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক আরও জানান, গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের নিকট হতে ১টি মাইক্রো,২টি ধারালো চাকু,১টি বাটাল,১টি দা,৪টি লাইলনের রশি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামীগণ কর্তৃক তথ্য মোতাবেক তাহাদের চোরাই কৃত ১টি গেরাইনিং মেশিন ও ৪টি ইজিবাইক (টমটম) উদ্ধার করা হয়, ছাড় আনুমানিক মূল্য ৩ লক্ষ বিশ হাজার টাকা, এ ঘটনায় মাধবপুর থানায় ডাকাতি মামলা রুজু করা হয়েছে, গ্রেফতার কৃত ডাকাতদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।