চুনারুঘাট উপজেলা তাঁতীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন সদর ইউনিয়র পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মনিরুজ্জামান চৌধুরী শেফাজ। গত (৪মার্চ) জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব মুদ্দত আলী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাঁকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
মনিরুজ্জামান চৌধুরী সেফাজ বলেন-আমি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। বিগত দিনে যুবলীগ, ছাত্রলীগ ও সর্বশেষ বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদে সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমি আমার সাংগঠনিক সম্পাদক পদটির যথাযথ সুনাম ধরে রাখব।
সাথে সাথে যারা আমাকে এই নির্বাচিত করেছেন তাদেই প্রতি কৃতজ্ঞতা জানাই। অভিনন্দন রইল
জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ্ব মুদ্দত আলী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং চুনারুঘাট উপজেলার তাঁতীলীগের সভাপতি কবির মিয়া খন্দকার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবুল সহ সকল নেতৃবৃন্দকে।