বানিয়াচং প্রতিনিধিঃ
বানিয়াচং উপজেলার বাজার রাস্তার কামালখানী নামক স্থানে কালভার্ট ভেঙ্গে মরণ ফাঁদ সৃষ্টি হয়েছে।
স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউপির বড়বাজার থেকে বড় বাজার থেকে সারং বাজার রাস্তাটি একটি ব্যস্ততম রাস্তা। এই রাস্তায় প্রতিদিন হাজারো মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। শুক্রবার (২৫ফেব্রুয়ারি) সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেয়া যায় ।
কালভার্টের মধ্য জায়গা ভেঙ্গে যাওয়ায় যান চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। এছাড়াও বড় ধরনের দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে। বড় ধরনের কোন রকম দূর্ঘটনা ঘটার পূর্বে এই কালভার্টটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম বলেন, এই বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে শ্রীঘ্রই ব্যবস্থা করা হবে।যাতে করে কোন ধরনের দুর্ঘটনা না ঘটতে পারে।