হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নে দীর্ঘ প্রায় ১৫ বৎসর পর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬ই ডিসেম্বর) সোমবার দিনব্যাপী খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি শেষে উপজেলার শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজয় দিবসের এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মোঃ সালেহ উদ্দিন বাবরু।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি‘র সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল লতিফ জাহির, চুনারুঘাট উপজেলা
ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নবিউর রহমান অপূর্ব, যুবদল নেতা ড. আলমগীর হোসেন, রুমেল আহমেদ, আবু তাহের, ফয়সল আহমেদ, মমিন মিয়া, মুজিবুর, বাবুল মিয়া, ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম দূর্জয়, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রাকিব, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুকন, সাংগঠনিক সম্পাদক ইমরুল কায়েস ইমন, সহ-সভাপতি আশরাফুল ইসলাম রিদয়, সহ-সভাপতি জাকির হুসেন সুইট, দপ্তর সম্পাদক আশিক বিন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক রায়হান আহমেদ, সদস্য শাহ- আলম ও ৫ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সৌরভ আহমেদসহ উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
দীর্ঘ প্রায় ১৫ বৎসর পর এই রকম কর্মসূচিকে ঘিরে জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা। এবং অনুষ্ঠানের আয়োজকরা আমন্ত্রিত অতিথিবৃন্দদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়।