হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে গাঁজা পাচারকালে মোঃ নুরুল ইসলাম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
নুরুল ইসলাম সাটিয়াজুরী ইউনিয়নের পনারগাও গ্রামের আ:গফুরের পুত্র। শুক্রবার ১২ জুলাই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক এএসআই মনির হোসাইনের নেতৃত্বে এএসআই আক্তার হোসেন সহ একদল পুলিশ উপজেলার উবাহাটা ইউনিয়নের মধ্য উবাহাটা দাউদ তাকওয়া মহিলা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে নুরুল ইসলামকে আটক করেন এবং তার হেফাজত থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী পালিয়ে যায়। এসব তথ্য নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি হিল্লোল রায় জানান, মাদক বিরোধী এধরনের অভিযান অব্যাহত আছে।