চুনারুঘাট থানার পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ ময়মনসিংহ জেলার দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউপির তমালতলী গারাজান গ্রামের মো. মোহন উদ্দিনের ছেলে আল-আমীন এবং মুক্তাগাছা উপজেলার দাউগাঁও গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মো. সাদ্দাম মিয়া।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গত শুক্রবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার তালুকদার নেতৃত্বে একদল পুলিশ গাঁজা পাচারের বিষয়টি জানতে পেরে উপজেলার দেওরগাছ ইউপির চণ্ডীছড়া চা-বাগান ও আমতলী বাজার এলাকায় পুলিশ চেকপোস্ট বসায়।
এসময় গাঁজা পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চুনারুঘাট পৌরসভার চন্দনা এলাকায় চুনারুঘাট-আসামপাড়া সড়কে পুলিশ অবস্থান নিয়ে তাদের আটক করে।,
পরে পুলিশ আটকৃতদের ২টি স্কুলব্যাগ তল্লাশীর সময় নীল রঙের পলিথিনের মুড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে চুনারুঘাট থানায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে প্রেরণ করা হয়।