চুনারুঘাটে পূর্বের মারামারি ঘটনা ও মামলা বিচার সালিশে মিমাংসা করার সময় প্রতিপক্ষের হামলা গ্রামের প্রবীন মুরুব্বি, সাবেক সেনাবাহিনীর সদস্য, ব্যবসায়ীসহ ৬ জনকে কুপিয়ে রক্ষাক্ত জখম হয়েছেন।
গতকাল রবিবার দুপুর দেড়টায় উপজেলার মিরাশী ইউনিয়নের আইতন গ্রামে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আইতন গ্রামের জসিম উদ্দিন ও তার বড় ভাই জালাল উদ্দিনের সাথে পূর্বের মারামারি, মামলা এবং জমি বিরোধে ঘটনা মিমাংসা করতে সালিশে বৈঠকে বসেন উপজেলার বিশিষ্ট মুরুব্বিগন। উক্ত বিষয় টি দীর্ঘক্ষণ সময় নিয়ে বিচার করে সমাধান করে রায় দেন।
বিচারের রায়ের পরে মুরুব্বিরা জমিজমা সীমানা নির্ধারণ করার এক পর্যায়ে জালাল ও তার ছেলে রাজিব মিয়া, রাকিব মিয়া গংরা বিচারে সালিশে উপস্থিত থাকা মুরুব্বি ও প্রতিপক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়।
এর এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। রাজিব ও বারিক দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে জসিম উদ্দিন (৪০) ও সজল মিয়া (৩৫) কে কুপিয়ে মারাত্মক রক্ষাক্ত জখম। তার শরীরের বিভিন্ন অংশে দেশীয় অস্ত্র কুপাতে থাকে।
তাঁদের বাচারে এগিয়ো আসেন সেনাবাহিনীর অবঃ প্রাপ্ত সদস্য আসাদুজ্জামান (৫০) ও আব্দুল হামিদ মেম্বার (৬০), বিচার শালিসের সভাপতি মুরুব্বি ছুরুত আলী সরদারকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের আহত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসেন।
এসময় আহতদের মধ্যে জমিস উদ্দিন ও সজল কে আশঙ্কাজনক অবস্থায় কর্তৃব্যরত ডাক্তার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকি আহতদের চুনারুঘাট ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
উল্লেখ্য, উক্ত বিচার শালিস উপস্থিত ছিলেন-সাবেক উপজেলা চেয়রাম্যান লুৎফর রহমান মহালদার, সাবেক চেয়রাম্যান আইয়ূব আলী, বিশিষ্ট মুরুব্বি ছুরক আলী সরদার, মনাফ মেম্বার, করিম সরকার সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।