হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী, বেগম খালেদা জিয়ার আইনজীবী ও আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম চুনারুঘাট প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
আজ (২৮ মার্চ) শুক্রবার বিকাল ৪টায় প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজিদুল ইসলামের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, উপজেলা জামায়াতে সেক্রেটারী ছায়েব আলী মীর,
দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার আলমগীর মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম, অ্যাডভোকেট আরিফ খান, তানজিলা আক্তার, পৌর জামায়াতে সভাপতি মাসুম আহমেদ, সেক্রেটারি জাহাঙ্গীর আলম, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, ইসমাইল হোসেন বাচ্চু, যুগ্ম-সম্পাদক আলাউদ্দিন খন্দকার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ সুমন, দপ্তর সম্পাদক তোফাজ্জল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, নির্বাহী সদস্য মোঃ নুর উদ্দিন সুমন, শেখ হারুনুর রশিদ সহ অনেকেই।
প্রধান অতিথি এডভোকেট আমিনুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
মতবিনিময় সভা শেষে চুনারুঘাট প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি এডভোকেট আমিনুল ইসলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।