চুনারুঘাটে জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ইকরা উচ্চ বিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার এর আয়োজনে জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে অবহিত করা হয় এবং এর মোকাবিলায় করণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারটি পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের ডিস্ট্রিক্ট চেঞ্জ মেকার মোঃ খালিদ হাসান। তিনি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সেবা-সহ আরও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে সমাজ ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
সেমিনারে শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সক্রিয় ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে। বিদ্যালয়ে একটি বাগান স্থাপনের পরিকল্পনা নেওয়া হয় এবং শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর সিদ্ধান্ত গ্রহণ করে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিসহ পরিবেশবান্ধব নানা উদ্যোগ নেওয়ার ব্যাপারে মতামত দেওয়া হয়।
উক্ত সেমিনার শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তাদেরকে একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে অনুপ্রাণিত করেছে।