চুনারুঘাট গোল চত্বরের নাম পাল্টে দিয়েছে স্থানীয় জনতা। পূর্বের নাম ‘মুক্তিযোদ্ধা চত্বর’ বাদ দিয়ে চুনারুঘাট পৌরসভার প্রতিষ্ঠাকালীন প্রশাসক ও প্রথম নির্বাচিত মেয়র মরহুম মোহাম্মদ আলীর নামে নতুন নামকরণ করা হয়।
১২ ফেব্রুয়ারি, বুধবার বিকালে স্থানীয় একদল জনতা গোল চত্বরে ‘মেয়র মোহাম্মদ আলী চত্বর’ নামে একটি এ্যাক্রেলিক লেটারযুক্ত নামফলক স্থাপন করে। তারা জানান, গোল চত্বরটি সর্বপ্রথম প্রয়াত মেয়র মোহাম্মদ আলীর নামে নামকরণের প্রস্তাবনা থাকলেও বিগত ফ্যাসিবাদী সরকার তা বাস্তবায়ন করতে দেয়নি। উল্টো যুক্তিহীনভাবে সেটিকে ‘মুক্তিযোদ্ধা চত্বর’ নামে নামকরণ করে।
বিক্ষুদ্ধ পৌরবাসী জানান, ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে ফ্যাসিবাদ সরকারের পতনের পরপরই আমরা এখানে মোহাম্মদ আলীর নামে ব্যানার লাগিয়ে ছিলাম, আজ এ্যাক্রেলিক লেটারযুক্ত নামফলকটি স্থাপন করেছি।