চুনারুঘাটের একজন ব্যারিস্টার ও ২ প্রবাসী সহ তিন কৃতি সন্তানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা ৭টায় প্রেসক্লাব ভবনে পদক্ষেপ গণপাঠাগারের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধিত ব্যক্তিরা হলেন-ব্যারিস্টার হাবিবুল্লাহ মোঃ সুহেল মিয়া, সামাজিক সংগঠনের সাবেক সভাপতি দুবাই প্রবাসী মোঃ মাসুক মিয়া ও সৌদি প্রবাসী রাসেল মিয়া।
এ-উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামসু।
পদক্ষেপ গণপাঠাগারের সাধারণ সম্পাদক এসএম মিজানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-অ্যাডভোকেট এম এ আওয়াল, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, পদক্ষেপ গণপাঠাগারের সাবেক সভাপতি সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম রুবেল, শেকড় সামাজিক সংগঠনের সভাপতি এসএম নুরুজ্জামান তরফদার স্বপন সহ অনেকেই।
এ সময় অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন-গণপাঠাগারের সহ সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, যুগ্ম সম্পাদক নুর উদ্দিন, অর্থ সম্পাদক হুমায়ুন কবির মিলন, রুপু মাস্টার, বশির মাস্টার, সেলিম তালুকদার, কাউছার খসরু, আজমল হোসেন, আনোয়ার মাহবুব প্রমুখ।