হবিগঞ্জের মাধবপুরে রেড সেল ইন বাংলাদেশ এর ৩য় প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংগঠনটি দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
আজ বুধবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজীবাজার মাদ্রাসাতুল মদিনা হল রুমে ছাত্রদের নিয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
রেড সেল ইন বাংলাদেশের সভাপতি ছায়েদ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন তালুকদারের সঞ্চালনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মহিউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের(অবঃ) প্রিন্সিপাল মোজ্জাম্মেল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী,সমাজসেবক আবদাল মিয়া, ১১নং বাঘাসুরা ইউনিয়নের ১নং ওয়ার্ড এর মেম্বার নুর উদ্দিন হোসেন নুরধন,শ্রমিকলীগ নেতা শাহজাহান মোল্লাহ সহ রেড সেল ইন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি হাবিবুর রহমান সুজন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান রাজু, অর্থ সম্পাদক কামরুল হাসান,প্রবাসী কমিটির সহ সভাপতি শাওন আহমেদ জানু,জেলা কমিটির সহ সভাপতি সোহাগ মিয়া,মাধবপুর উপজেলা কমিটির সভাপতি শেখ শাহিন উদ্দিন,সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম শাকিল, সদস্য মোঃ মামুন মিয়া,সদস্য এস এ মনির প্রমূখ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের স্মরণে এবং সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং অতিথিবৃন্দ রেড সেল ইন বাংলাদেশের সাথে থেকে সব সময় সর্বাত্নক সহযোগিতা ও পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন কোরআনের পাখিদের নিয়ে এই ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান আমাদের মুগ্ধ করেছে, সব সময় যাতে রেড সেল ইন বাংলাদেশ এর পক্ষ থেকে এমন অনুষ্ঠান করা হয় সবাই আগ্রহ প্রকাশ করেন।
রক্তদান ও সামাজিক কাজে বিশেষ অবদান রাখায় কয়েকজন স্বেচ্ছাসেবীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।