হবিগঞ্জ শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মেধাবৃত্তি ২০২৩ এ নূরজাহান বিদ্যানিকেতন সাফল্য অর্জন করেছে।
প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বানিয়াচংয়ের ঐতিহাসিক সাগর দীঘির উত্তর পাড়ে বিদ্যালয়টির অবস্থান। সুদক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা মনোরম পরিবেশে শিক্ষার্থীদের পড়াশোনার গুণগত মান অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রতিবছরের ন্যায় এবছর ও বিদ্যালয়টির ছাত্র -ছাত্রীরা সফলতা দেখাতে সক্ষম হয়েছে। ছাত্র-ছাত্রীদের এই সফলতায় বিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে।
বিদ্যালয় থেকে এই মেধা বৃত্তি পরীক্ষায় ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির বেশকিছু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে । এতে বৃত্তি প্রাপ্ত হয়েছেন ১৩ জন ছাত্র-ছাত্রী। ৩য় শ্রেণি থেকে ২জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। তারা হলেন, নিহা আক্তার, নায়েব আলী হাসান সিয়াম।
এছাড়াও ৪র্থ শ্রেণি থেকে ২ জন ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন। তারা হলেন, আমির হামযা এবং আসাদুজ্জামান আবির। ৫ম শ্রেণি থেকে একমাত্র শিক্ষার্থী হিসেবে বৃত্তি পেয়েছে আশরাফুল ইসলাম।
বিভিন্ন শ্রেণির বাকি ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। সাধারণ বৃত্তি প্রাপ্তদের নামঃ-
মাহমুদুর রহমান আকিব-(৩য়),তাওসীফ ফাইয়াজ মিসবাহ -(৩য়),ইমতিয়াজ আহমেদ ইমাদ-৩য়,উমাইয়া সিনথিয়া তাহা-(৪র্থ),সিদরাতুল মুনতাহা লিথি-(৫ম),সানজিদা আক্তার ঝিনুক(৫ম),আবিদা সুলতানা মুসকান-(৫ম),আশরাফুল ভূইয়া রাফি-(৫ম)।
এ ব্যাপারে নূরজাহান বিদ্যানিকেতনের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রাসেল মিয়া বলেন, যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। শিক্ষার্থীদের এই সফলতায় আমরা সবাই আনন্দিত।
শিক্ষার্থীদের মেধা বিকাশে আমাদের প্রতিষ্ঠানটিতে কর্মরত শিক্ষক -শিক্ষিকা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আশা করি নিয়মিত এই ধারা অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করেছেন।