হবিগঞ্জের লাখাই উপজেলায় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাএবং রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, কর্মকর্তা কর্মচারী, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিমিয় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের নবাগত জেলা প্রশাসক দেবী চন্দ।
লাখাই উপজেলা নির্বাহী অফিসার নাহিদা সুলতানার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গৌতম রায়ের পরিচালনায় এতে বক্তব্য রাখেন,পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ।
অন্যন্যদের মাঝে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, প্রাণেশ গোস্বামী ,মামুনুর রশিদ চৌধুরী,লিটন সুত্রধর, লাখাই প্রেসক্লবাের সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, লাখাই সুজনের সাধারন সম্পাদক বাহার উদ্দিন,ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট খোকন চন্দ্র গোপ, ওসি মোঃ নুনু মিয়া, এমএ মতিন মাষ্টার ও কৃষি অফিসার মাহমুদুল হাসান মিজান প্রমূখ।