মাধবপুরে ২০কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। আজ শুক্রবার (১৬ই ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইসমাইল হোসেন ভূইয়া নেতৃত্বে পুলিশের একটি রাত্রিকালীন টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ধর্মঘর-কালিকাপুর এলাকার ধৃত আসামীর নিজ বসতঘরের বারন্দার কোঠায় অভিযান পরিচালনা করে তাকে ২০কেজি গাঁজাসহ আটক করে। এসময় মোঃসুজাত মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী ধর্মঘর গ্রামের মোঃ গিয়াস উদ্দিনের ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্য মুহাম্মদ আব্দুর রাজ্জাক গাঁজাসহ যুবক আটকের ঘটনা নিশ্চিত করে জানান, এ-ব্যাপারে গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে আসামীকে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এরকম বিশেষ অভিযান চলমান থাকবে।