চুনারুঘাট উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর এ ভিত্তি প্রস্তরের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, ৩নং ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ রুমন ফরাজী, চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম সেবার সম্পাদক কামরুল ইসলামসহ সহকারী কৃষি কর্মকর্তাগণ, উপ সহকারীগণ।