চুনারুঘাটে কে,এস,আর,এম স্টিল লিমিটেড এর উদ্যোগে সুধিজনদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধায় পৌরসভার মুসলিম হলের এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীরা সাজিদুল ইসলামের সভাপতিত্বে ও কে,এস,আর,এম স্টিল লিমিটেডের হবিগঞ্জ মার্কেটিং এন্ড সেলস সিনিয়র অফিসার মো.আব্দুল খালেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন-কে,এস,আর,এম স্টিল লিমিটেডের সিলেট বিভাগের এজিএম (মার্কেটিং ও সেলস) মো. মোজাম্মেল হক চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম তোতা, ব্যবসায়ী সজল দাস, চুনারুঘাট সেবা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারীরা আলহাজ্ব কামরুল ইসলাম, কে,এস,আর,এম স্টিল লিমিটেড এর উপ-ব্যবস্থাপক ব্যবসা উন্নয়ন শাখার মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-ব্যবস্থাপক মো.সিরাজুল ইসলাম, সিনিয়র অফিসার ব্র্যান্ড বিভাগ মো.মিজানুল ইসলাম, রওশন মজুমদার, ব্যবসায়ী মাওলানা কামাল, চুনারুঘাটের বিশিষ্ট ঠিকাদার মোঃ আব্দুল কুদ্দুছ মিয়া, ব্যবসায়ী সৈয়দ আবু বক্কর, মামুন মিয়া,আলহাজ্ব আঃ রশিদ, ইকবাল আহমেদ, কালাম মিয়া প্রমূখ।