মাধবপুরে পানিতে ডুবে হাসি আক্তার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ (৩১মে) মঙ্গলবার সকালে সাড়ে ৯টায় পৌরসভার ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।মৃত শিশুটি ওই এলাকার আমীর হোসেন মেয়ে। তিনি একজন ট্রাক্টর চালক।
এ বিষয়ে কলেজ পাড়ার মোঃ আবেদ আলী জানান, সকাল সাড়ে নয়টার দিকে শিশুটি খেলাধুলা করতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পরে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে স্থানীয় প্রাইভেট তিতাস জেনারেল হাসপাতালে নেন।
তিতাস জেনারেল হাসপাতালে চিকিৎসক ডাঃ বোরহান উদ্দিন রাব্বি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।