চুনারুঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ (বালক) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।আজ (১৫ মে) রবিবার বিকেল ৩ টায় দক্ষিণা চরন পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উক্ত টুনামেন্ট উদ্বোধন করেন-চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। এতে বক্তব্য রাখেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক।
উক্ত উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, চুনারুঘাট আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আকবর হোসেন জিতু, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, পৌরসভার কাউন্সিলর আব্দুল হান্নান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি চেয়ারম্যান মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, মোঃ মুহিতুর রহমান রোমন ফরাজী, আব্দালুর রহমান আব্দাল, ওয়াহেদ আলী মাস্টার, জাকির হোসেন পলাশ, এজাজ ঠাকুর চৌধুরী, এডভোকেট নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের সকল বিভাগীয় কর্মকর্তাসহ অনেকেই।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে, চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়ন পরিষদ বনাম উবাহাটা ইউনিয়ন পরিষদ।