চুনারুঘাট সদর ইউনিয়নের কাজিরখিল ঘরগাঁও সংলগ্ন খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।এ সময় বানিয়াচং উপজেলার ছতরঙ্গ রায়েরপাড়া গ্রামের মৃত মোতাব্বির হোসেন পুত্র রাফিজুল মিয়াকে ১লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।মঙ্গলবার দুপুর আড়াইটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল বলেন অবৈধ বালু ও মাটি তোলায় উপজেলা প্রশাসন প্রায় প্রতিদিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে তারপরও তাদের রোধ করা যাচ্ছে না। তিনি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।