বানিয়াচং থানা পরিদর্শন করেন জেলা বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদ। তিনি আজ (১৯মার্চ) শনিবার বিকাল ৩ টায় থানা পরিদর্শন করেন। বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হারুন অর রশিদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমরান হোসেন।
এ সময় বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থানার গুরুত্বপূর্ণ রেজিস্টার পত্র,তদন্তাধীন মামলার কার্যক্রম পর্যবেক্ষণ, থানায় অফিসার ফোর্সদের সাথে পরামর্শমূলক সভা এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসেন,বানিয়াচং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনসহ থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাবৃন্দ।