লাখাইয়ে শ্বশুরবাড়ি থেকে সাদেক মিয়া (৩৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে একই উপজেলার ফুলবাড়িয়া গ্ৰামের খেলু মিয়ার ছেলে । সোমবার (১৪মার্চ) সকাল বেলা ঘুম থেকে উঠে তার ঝুলন্ত লাশ দেখতে পায় স্বজনেরা। মোড়াকরি গ্ৰামে শ্বশুরবাড়ি এ ঘটনাটি ঘটেছে।
এ খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে । পরে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এব্যাপারে এখনও কোন মামলা দায়ের করা হয়নি।স্থানীয় সূত্রে জানায় রোববার (১৩মার্চ) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি হওয়ার পর দুজন ঘুমিয়ে পড়েন। পরেদিন সকালে ঝুলন্ত লাশ দেখতে পায়।