শায়েস্তাগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃতি ক্রিকেটার দেলোয়ার হোসেন ঝন্টু মারা গেছেন।
রোববার (৬ মার্চ) বেলা আড়াইটায় উপজেলার নছরতপুর বাজারে নিজ মার্কেটের ছাদে উঠলে অসাবধানবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান । নিহত ক্রিকেটার দেলোয়ার হোসেন ঝন্টু হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের জাতীয় ফুটবল দলের খেলোয়ার মরহুম মোক্তার হোসেনের ছেলে ও জাতীয় ক্রিকেট দলের সাবেক পেস বোলার নাজমুল হোসেনের বড় ভাই। এসময় স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। ঝন্টু সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শায়েস্তগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় দেব। তার মৃত্যুতে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
ঝন্টুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, অনলাইন পত্রিকার আলোকিত হবিগঞ্জ ডটকম এর সম্পাদক, চুনারুঘাট সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দসহ অনেকই।