প্রাকৃতিক সৌন্দর্যমন্ডির উপজেলা চুনারুঘাটের সৌন্দর্য উপভোগ করতে এখানে প্রতিদিন ভিড় করেন শতশত পর্যটক। এই সৌন্দর্যকে আরো বহুগুন বাড়িয়ে তুলতে ‘বিউটিফুল চুনারুঘাট’ হাতে নিয়েছে বৃক্ষরোপণের এক ব্যতিক্রমি উদ্যোগ।
কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের আমতলি ও চান্দপুর অংশে সড়কের দুইপাশে কৃষ্ণচূড়া ও রঙনসহ নানা প্রজাতির হাজারখানেক বৃক্ষরোপনের পরিকল্পনা করা হয়েছে।
গতকাল শুক্রবার সকালে ‘বিউটিফুল চুনারুঘাট’ এর উদ্যোক্তা মশিউর রহমান খানের উপস্থিততে একটি রঙ্গন ফুলের চারা রোপনের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নূর আলম।
এসময় উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, দপ্তর সম্পাদক তোফাজ্জল মিয়া, সাংবাদিক রাজীব আহমেদ, পরিবেশকর্মী রমজান আহমেদ এবং বিডিক্লিনের চুনারুঘাট উপজেলা সমন্বয়ক মাসুদুর রহমান।
উদ্যোক্তারা বলেন, শুধু চারা রোপণ নয়, সম্পূর্ণ পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্বও এই কর্মসূচির অন্তর্ভুক্ত। এ কাজে সার্বিক সহযোগিতায় রয়েছে পরিবেশবাদী সংগঠন বিডি ক্লিনের কর্মীরা।