হবিগঞ্জ ০৫:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এডভোকেট নজরুল ইসলাম চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত Logo চুনারুঘাটে জমি-জমা নিয়ে সংঘর্ষে নিহত ১: গ্রেপ্তার ২ Logo চুনারুঘাটে সেপ্টেম্বরে ১ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত Logo সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে চুনারুঘাট প্রেসক্লাবের মানববন্ধন Logo চুনারুঘাটে ট্রাক শ্রমিকের উপর হামলার ঘটনায় জেলা শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা Logo চুনারুঘাটে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে অভিজ্ঞতা সনদ ও চেক বিতরণ Logo চুনারুঘাট সিএনজি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন Logo চুনারুঘাটে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন Logo আগুনে পুড়ে যাওয়া স্বপ্নগুলো: শিক্ষকের চোঁখে মাইলস্টোন ট্র্যাজেডি Logo চুনারুঘাটে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের পুরস্কার বিতরণ

চুনারুঘাটে সেপ্টেম্বরে ১ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত

  • তোফাজ্জল মিয়া
  • আপডেট সময় ০১:৩৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

আগামী সেপ্টেম্বর মাসে চুনারুঘাট উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী এক লাখ শিশু-কিশোরকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১৮ কার্যদিবসব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে। এই লক্ষ্যে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হকের পরিচালনায় জরুরি সভা ও ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরীসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সভায় ভ্যাকসিনের কার্যকারিতা, প্রয়োগ পদ্ধতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা এবং টিকাদান কমিটি গঠন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৯ মিলিয়ন মানুষ টাইফয়েডে আক্রান্ত হন, যার মধ্যে গড়ে ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে। এটি একটি পানিবাহিত রোগ। বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সারাদেশে শিশু-কিশোরদের টাইফয়েড ভ্যাকসিন প্রদানের এই উদ্যোগ নিয়েছে।

সভায় জানানো হয়, যাদের জ্বর রয়েছে, পূর্বে কোনো টিকা গ্রহণে অ্যালার্জির ইতিহাস আছে, টিকা গ্রহণের দিন অসুস্থ, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা এই ভ্যাকসিন নিতে পারবেন না। মাংসপেশীতে টিকা প্রয়োগের পর প্রাথমিকভাবে টিকা প্রদানের স্থানে লালচে দাগ বা হালকা ব্যথা হতে পারে, যা স্বাভাবিক।

নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের ১৭ সংখ্যার জন্মনিবন্ধন সনদ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহায়তায় অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের অভিভাবকগণ স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ওয়েবসাইট: vaxepi.gov.bd

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

এডভোকেট নজরুল ইসলাম চুনারুঘাট উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত

চুনারুঘাটে সেপ্টেম্বরে ১ লাখ শিশু-কিশোরকে টাইফয়েড ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত

আপডেট সময় ০১:৩৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫

আগামী সেপ্টেম্বর মাসে চুনারুঘাট উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী এক লাখ শিশু-কিশোরকে টাইফয়েড ভ্যাকসিন প্রদান করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১৮ কার্যদিবসব্যাপী এ টিকাদান কার্যক্রম চলবে। এই লক্ষ্যে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনলাইনে নিবন্ধনের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১২ আগস্ট মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোজাম্মেল হকের পরিচালনায় জরুরি সভা ও ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরীসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। সভায় ভ্যাকসিনের কার্যকারিতা, প্রয়োগ পদ্ধতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা এবং টিকাদান কমিটি গঠন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর পরিসংখ্যান অনুযায়ী, প্রতিবছর বিশ্বে প্রায় ৯ মিলিয়ন মানুষ টাইফয়েডে আক্রান্ত হন, যার মধ্যে গড়ে ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু ঘটে। এটি একটি পানিবাহিত রোগ। বাংলাদেশ সরকার প্রথমবারের মতো সারাদেশে শিশু-কিশোরদের টাইফয়েড ভ্যাকসিন প্রদানের এই উদ্যোগ নিয়েছে।

সভায় জানানো হয়, যাদের জ্বর রয়েছে, পূর্বে কোনো টিকা গ্রহণে অ্যালার্জির ইতিহাস আছে, টিকা গ্রহণের দিন অসুস্থ, গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েরা এই ভ্যাকসিন নিতে পারবেন না। মাংসপেশীতে টিকা প্রয়োগের পর প্রাথমিকভাবে টিকা প্রদানের স্থানে লালচে দাগ বা হালকা ব্যথা হতে পারে, যা স্বাভাবিক।

নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের ১৭ সংখ্যার জন্মনিবন্ধন সনদ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সহায়তায় অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। বিদ্যালয়ের বাইরে থাকা শিশু-কিশোরদের অভিভাবকগণ স্মার্টফোন বা কম্পিউটারের মাধ্যমে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। নিবন্ধন ওয়েবসাইট: vaxepi.gov.bd