হবিগঞ্জে দিনব্যাপী কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। জেলা সদরের রাজনগরস্থ অনামিকা কমিউনিটি সেন্টারে আজ বুধবার(১৩ সেপ্টেম্বর) ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র আয়োজনে এ প্রশিক্ষণে ২৬০ জন কৃষি উদ্যেক্তা অংশগ্রহন করেন।
সকালে অংশগ্রহণকারী কৃষি উদ্যোক্তাগণ নির্দিষ্ট বুথে রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রশিক্ষন ভ্যানুতে আসন গ্রহন করেন।পরে হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলা থেকে আগত কৃষি উদ্যেক্তাদের ৩ টি পৃথক গ্রুপে ভাগ করে ইউসিবি পিএলসি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন।
দুপুরের বিরতির পর ব্যাংকের প্রধান কার্যালয় থেকে আগত একটি প্রতিনিধিদল ও অতিথিবৃন্দ মঞ্চে অনুষ্টানস্থলে আসেন।
আলোচনায় অংশগ্রহন করেন ইউসিবিএলের উপ ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নুরে আলম সিদ্দিকী, জেলা মৎস্য অফিসার ওয়াহিদুর রহমান মজুমদার, ইউসিবি পিএলসি’র কোম্পানী সচিব এটিএম তাহমিদুজ্জামান, গনমাধ্যম ব্যক্তিত্ব জনপ্রিয় টেলিভিশন অনুষ্টান ‘মাটি ও মানুষ’ খ্যাত রেজাউল করিম সিদ্দিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুমা মোদক ও মাধবপুর শাখার ব্যবস্থাপক মুহিত রঞ্জন ভট্টাচার্য প্রমুখ।
পরে প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মধ্যে সার্টিফিকেট, ব্যাগ ও ছাতা বিতরণ করেন অতিথিবৃন্দ।