হবিগঞ্জের চুনারুঘাটের সৈয়দা নাজনীন আহমেদ সিলভী দুবাইয়ে অনুষ্ঠিত ওমেন লিডারস ফোরামে ‘ওমেন লিডার অফ দ্য ইয়ার ২০২৩ অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
এশিয়ার মহাদেদেশের বাছাইকৃত শতাধিক নারীর মধ্যে সিলেট বিভাগের এই সংগ্রামী নারী আন্তর্জাতিক মানের অ্যাওয়ার্ডটি লাভ করেন ।
সিলভী চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করের পুত্রবধূ ও হবিগঞ্জ জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব জিল্লুর কাদির লস্কর রিমনের সহধর্মিণী।
এশিয়া মহাদেশের মধ্য থেকে তিন ধাপে বাছাই কার্যক্রম হয়। এরপর বিভিন্ন ক্যাটাগরিতে গ্রুপ ও ইনডিভিজ্যুয়াল সেকশনে সামাজিক সংস্থা ও ব্যক্তিকে চুড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়।
এর আগে ৩১ মে আরব আমিরাতের দুবাই হোটেল ক্রোওয়ান প্লাজায় আয়োজিত ওমেন লিডারস ফোরাম কর্তৃক আয়োজিত কনফারেন্সে ওমেন লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড-২০২৩ বিজয়ীদের মাঝে অনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।
সিলভী গত দশ বছর ধরে বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে সামাজিক কর্মী হিসাবে কাজ করছেন। তিনি মহিলা ক্ষমতায়ন, লিঙ্গ সমতা এবং শিক্ষার মান উন্নয়নে সিলেট বিভাগের বিভিন্ন ক্ষেত্রে এসডিজি বাস্তবায়নে তার সামাজিক কাজ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি, স্কুলগামী মেয়েদের স্ব-প্রতিরক্ষা প্রশিক্ষণ, প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের গুড টাচ-ব্যাড টাচ ক্যাম্পেইন এবং বিভিন্ন এনজিওর সহায়তায় সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে ইংরেজি ক্লাস সরবরাহ শুরু করেছেন।
তিনি অনেক জাতীয় এবং আন্তর্জাতিক এনজিওর সঙ্গেও কাজ করছেন। সিলভী তার সংসার ও পড়ালেখার পাশাপাশি সামাজিক কার্যকলাপের জন্য অনেক জাতীয় এবং আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।
২০১৯ সালে অস্ট্রেলিয়া ক্যানবেরার রাজধানীর ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশনস আয়োজিত বাংলাদেশে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে ক্যানবেরার তরুণ পেশাদার আইন, পরামর্শদাতাদের একচ্ছত্র দল বিশ্বব্যাপী পরিবর্তনবিদ হিসাবে তাদের অভিজ্ঞতা বিষয়ক এক সেমিনারে অংশ নেন সিলভী।
এছাড়া বাংলাদেশ ডিজিটাল সোশ্যাল ইনোভেশন এওয়ার্ড, জাতিসংঘ ভলান্টিয়ার বাংলাদেশ থেকে এওয়ার্ড সহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সামাজিক কাজ ও তার সামাজিক সগঠন আর্থপিডিয়া গ্লোবালের জন্য।
অ্যাওয়ার্ড পেয়ে সিলভী সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এ অর্জন আমার একার নয় এটি গোটা সিলেটবাসীর। তাই সিলেট বিভাগ ও দেশের প্রতি আমার দায়িত্ব বেড়ে গেল।
আর্থপিডিয়া গ্লোবাল তৃণমূল পর্যায়ে শিক্ষাবঞ্চিত শিশু, নারী শিশুর অধিকার আদায়ে কাজ করে। সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি যেন আমরা সবসময় আমাদের কাজের মধ্য দিয়ে ভালো একটা সমাজ ঘটন করতে পারি।
এ জন্য তিনি চুনারুঘাট উপজেলাবাসীসহ সকলের দোয়া চেয়েছেন।