চুনারুঘাট উপজেলা সরকারি খাদ্যগুদামে কৃষকদের নিকট থেকে ন্যায্য মূল্যে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। গত মঙ্গলবার (১৭ই মে) বিকাল ৩টায় পৌর শহরের নতুন বাজার খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন, চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, খাদ্য গুদামের এলএসডি (ওসি) আমীর আলী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান সিএ সুমন, ডিলার মসকুদ আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা বৃন্দ উপস্থিতিতে ধান সংগ্রহের কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের জন্য ন্যায্য মূল্যে ধান সংগ্রহ করেছেন। ধান রুপন এবং কাটার জন্য সরকার ভর্তুকিত বিশাল অবদান রেখেছে যার ফলে আজ কৃষক অতি অল্প সময়ে তার গানগুলি গড়ে ওঠার সুযোগ পেয়েছে নতুবা বিভিন্ন দুর্যোগের কবলে পড়ে কৃষকদের ধান নষ্ট হয়ে যেত। মাননীয় প্রধানমন্ত্রী একজন কৃষিবান্ধব সরকার হিসেবে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছেন এবং প্রত্যেক কৃষকদের মুখে হাসি ফুটিয়েছেন
যারা প্রকৃত কৃষক রয়েছে তাদের নিকট থেকে সেই ধান সংগ্রহ কারা হবে বলে জানান চুনারুঘাট উপজেলা খাদ্য কর্মকতা বলেন পূর্বে উল্লেখিত দামে সরকার কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে একজন কৃষক তার নামে যে তালিকা করা হয়েছে তাদের সকলের নাম লটারির মাধ্যমে নির্বাচিত হয়েছে তাদের প্রত্যেক কৃষক ৩ টন করে সরকারি গুদামে দান দেওয়ার সুযোগ রয়েছে এছাড়া অন্যতায় কোন লোক সরকারি গুদামে ধন দেওয়ার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন।