মাধবপুরে সরকারি জায়গা থেকে অবৈধ ভাবে ১৮ টি গাছ কেটে ফেলার পর পুলিশ গাছ গুলো উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রেখেছে। শুক্রবার ( ১৫ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার ধর্মঘর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের সরকারি জায়গা থেকে ১৮ টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে স্থানীয় কালিকাপুর গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে শুভ । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গাছ গুলো উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য ( মেম্বার) নাছির উদ্দিন খোকনের জিম্মায় রাখেন।
শুভর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি গাছ কাটার বিষয়টি স্বীকার করে বলেন বিষয় টি সমাধান হয়েছে। কি ভাবে সমাধান হয়েছে জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেন নি।
এ ব্যাপারে ইউপি সদস্য নাছির উদ্দিন খোকনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পুলিশ গাছ গুলো তার
মাধবপুর থানার অন্তগত কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ইমরানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ওসি স্যারের নির্দেশে গাছ গুলো জব্দ করে সিজারলিষ্ট করে স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।