মুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন এস আর রুবেল
পবিত্র মাহে রমজান উপলক্ষে চুনারুঘাট উপজেলা ও হবিগঞ্জ জেলাসহ দেশবাশীকে মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চুনারুঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক এস আর রুবেল মিয়া।
রবিবার গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি বলেন, রমজান মাস হলো বরকতের মাস, রহমতের মাস। কেননা মানুষের গুনাহগুলো দুরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে সিয়াম সাধনা। রোজা রাখার উদ্দেশ্যও হচ্ছে পাপ ও গুনাহ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। সুতরাং রমজান মাসের অবদান বহুমাত্রিক ও সর্বজনীন।
বিবৃতিতে তিনি আরো বলেন,অন্যায়, অত্যাচার, হিংসা, বিদ্বেষ, হানাহানি পরিহার করে সমাজে শান্তি বজায় রাখতে সচেষ্ট থাকা প্রতিটি ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য। আমরা মোনাজাত করব দেশ ও জাতির জন্য, জাতি যেন দুঃশাসনমুক্ত পরিবেশ এবং গণতন্ত্র ও মৌলিক অধিকার ফিরে পায়।