কক্সবাজার জেলার ঈদগাঁও শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ মার্চ) বিকেলে শেখ রাসেল স্টেডিয়ামে তীব্র উত্তেজনাকর ম্যাচটি শুরু হয়। তীব্র উত্তেজনাপূর্ণ এ ম্যাচটিতে মাঠে নেমে দুই দলই অংশগ্রহণ করে গোল শূন্য ড্র করে। একদিকে অংশগ্রহণ করে সুদুর সিলেট থেকে আসা দেশের আলোচিত বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রতিষ্ঠিত ‘ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী’ বনাম ঈদগাঁও উপজেলা ফুটবল একাডেমী । খেলার শুরুতে উভয় দল তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও প্রথমার্ধ্বে খেলায় গোল শূন্যভাবে শেষ হয়। পরে দ্বীতিয়ার্ধ্বেও খেলা গোল শূন্যভাবে শেষ হলে খেলা পরিচালনা কর্তৃপক্ষ উভয় দলকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেন ।
অনুষ্ঠিত ম্যাচটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য নাসরিন সিদ্দিকা লিনা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ঈদগাঁও উপজেলা আ’লীগ আহবায়ক আবু তালেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির চৌধুরী হিমু, যুগ্ন আহবায়ক ও জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, কক্সবাজার সদর উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক এড. সৈয়দ রেজাউর রহমান রেজা, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এড. একরামুল হুদা, ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল হালিম, কামাল, প্রাক্তন ছাত্রলীগ নেতা আহমদ করিম সিকদার, ঈদগাঁও উপজেলা ফুটবল একাডেমীর সভাপতি হুমায়ুন করিম সিকদার, কক্সবাজার পৌরসভার কমিশনার সাহাব উদ্দিন, ঈদগাঁও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক তারেক আজিজসহ অসংখ্য দর্শক ও অতিথিবৃন্দ । খেলার শুরুতে ব্যারিস্টার সুমন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশে ফুটবলকে এগিয়ে নিতে তাঁর এই প্রয়াস। তিনি সারাদেশে ফুটবল খেলাকে মাতিয়ে রাখতে এ উদ্যোগ নিয়েছে।