নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জে মাদক বিক্রির অপরাধে স্বামী-স্ত্রীকে কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমান আদালত এ দন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন দন্ড প্রদান করেন। এ সময় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নবীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ছিল। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বড় বাকৈর (পশ্চিম) ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা মতিলাল দাস ও তার স্ত্রী পুর্নিমা রানী দাস। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) ধারা মোতাবেক তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় , পুর্নিমা রানী দাসের গোয়ালঘরের মাটির নিচের গর্ত থেকে প্রায় ৩ কেজি গাজা উদ্ধার করা হয়। এগুলো তিনি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করেছিলেন বলে ভ্রাম্মমান আদালতের কাছে স্বীকার করেন। পরে জব্দকৃত গাঁজা ধ্বংস করা হয়।