লাখাই প্রতিনিধি: লাখাই উপজেলার রাবেয়া বেগম ওরফে কেয়া নামের এক নারী গত ১ বছর ধরে নিখোঁজ রয়েছেন। কেয়া লাখাই উপজলোর মুড়িয়াউক গ্রামের মোশাররফ হোসনের স্ত্রী। বরিশাল জেলার হিজলা থানার বড়জালিয়া গ্রামের বাসিন্দা শিডু মোল্লার কন্যা কেয়া গত বছর স্বামীর বাড়ী হতে পিত্রালয়ে বেড়াতে যাবে বলে বড় জা এর নিকট তার ৫ বছরের শিশু কন্যাকে রেখে যান। পরে আর ফিরে আসেননি কেয়া ।
এ ব্যাপারে লাখাই থানায় গত বছরের ৭ অক্টোবর একটি সাধারন ডায়েরি করা হয়েছিল । তার সন্ধান পেলে স্বামীর ঠিকানায় জানানোর জন্য অনুরোধ জানান তার স্বামী মোশাররফ হোসেন । মোশাররফ হোসনের মোবাইল নং ০১৭৪৩৪৯০৫৪০