হবিগঞ্জ প্রতিনিধি:
বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন হবিগঞ্জ শাখার উদ্যোগে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসককে স্মারকলিপি ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীনতা শিক্ষক পরিষদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ সুলতান আহমদ ভূইয়ার সভাপতিত্বে সদস্য সচিব অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন- চুনারুঘাট আলিয়া মাদরাসার শিক্ষক জাহিদুল ইসলাম, বাহুবল ফয়জুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক লুৎফুর রহমান লিটন, বানিয়াচং মুরাদপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মহসিন, হবিগঞ্জ দারুছুন্নাহ কামিল মাদরাসার প্রভাষক আব্দুল মালেক, শায়েস্তাগঞ্জের জহুর চান বিবি মহিলা কলেজের প্রভাষক লুৎফুর রহমান, নবীগঞ্জ ইনাতগঞ্জ কলেজের প্রভাষক গৌর শংকর দাস, সুফিয়া মতিন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক সালামত আলী খান, শচীন্দ্র ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও সংগঠনের যুগ্ম আহ্বায়ক প্রমোদ শাহাজী, সেন্টাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি প্রমুখ। জেলা প্রশাসক ইশারত জাহানকে স্মারকলিপি প্রদানকালে উপরোক্ত নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক মুস্তাফিজুর রহমান, প্রভাষক শাহআলম, প্রভাষক রাজেন্দ্র চন্দ্র দাস, হাফেজ মোঃ মিসবাহ উদ্দিন খান প্রমুখ।
বক্তারা আসন্ন ঈদের পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি কর্মকর্তাদের অনুরূপ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানের জন্য আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ, বেসরকারি শিক্ষকদের বদলী, করোনা ক্ষতিগ্রস্ত শিক্ষক শিক্ষার্থীদের আর্থিক প্রনোদনাসহ ৮ দফা দাবী জানান।