চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে আগামী ২৬ ফেব্রুয়ারির পর ১ম ডোজ টিকা কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। তাই যারা এখনো করোনাভাইরাস প্রতিরোধী টিকার কোন ডোজ গ্রহণ করেন নি, তারা অবশ্যই আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে ১ম ডোজ গ্রহণ করবেন।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক জানান, আগামী ২৬ তারিখের পরে আর ১ম ডোজ টিকা দেওয়া হবে না।
টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। সংশ্লিষ্ট ইউনিয়নের নির্ধারিত টিকাকেন্দ্রে আসলেই টিকা দেয়া হবে।
২৬ ফেব্রুয়ারীর পরে টিকা সনদ ছাড়া সরকারি-বেসরকারি সেবা পাওয়া যাবে না এবং সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয়া হবে না।
তাই, যারা টিকা নেন নি, অবিলম্বে টিকা নিন।
টিকা নিন, সুস্থ থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।