হবিগজ্ঞ সমিতি সিলেট কর্তৃক চুনারুঘাট উপজেলার পূর্বাঞ্চলের পাহাড় ঘেষা ৯, ১০, ও ১ নং ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত (৭ ফেব্রুয়ারী) শুক্রবার দিনব্যাপী রানীগাও ইউনিয়নের মিরাশী বাজারে বিভিন্ন গ্রাম থেকে আগত দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন হবিগজ্ঞ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের চৌধুরী, সমিতির নির্বাহী সদস্য সাবেক ব্যাংক কর্মকর্তা শামীম রশীদ চৌধুরী, সদস্য সাবেক উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুল আওয়াল, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসার লেকচারার মোঃ আব্দুল কাইয়ুম, সিলেট মহানগর হাসপাতালের পরিচালক মাসুদ আহমেদ, স্থানীয় বাজার কমিটির সভাপতি ও বিশিষ্ট মুরুব্বী আব্দুল কুদ্দুছ তালুকদার (তারা মিয়া), বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও মুরুব্বী মোঃ আব্দুল আহাদ চৌধুরী (মানিক), শ্রীকুটা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও বর্তমানে হবিগজ্ঞ বারের সদস্য এড. মোঃ আব্দুল আওয়াল, প্রাক্তন শিক্ষক মোঃ খলিলুর রহমান চৌধুরী (ফারুক), প্রাক্তন ইউপি সদস্য বিশিষ্ট মুরুব্বী মোঃ আকছির মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দাল মিয়া তালুকদার, বিশিষ্ট পল্লী চিকিৎসক জনাব মোঃ সামছুল হক, বিশিষ্ট মুরুব্বী মধু মিয়া, ব্যবসায়ী জনাব মোঃ জাহাঙ্গীর মিয়া তালুকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় তিনটি ইউনিয়নের মোট ২৪ টি গ্রামের সর্বমোট ২০০ জনকে শীতবস্ত্র প্রদান করা হয়।