চুনারুঘাটে ইসলামের আলোকে নারী শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাহানারা চৌধুরী ইউমেন্স কলেজ।
৮ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০ ঘটিকায় ময়নাবাদ কলেজ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইলিয়াস বখত চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জাহানারা চৌধুরী ইউমেন্স কলেজের প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ চৌধুরী, যুক্তরাষ্ট্র প্রবাসী মামুনুর রশিদ ও চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বৃন্দাবন সরকারি কলেজের ইসলামি শিক্ষা ও আরবী বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ খলিলুর রহমান, জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মাওলানা ছায়েম আহমদ চৌধুরী।
বক্তারা ইসলামের আলোকে নারীশিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অনুষ্ঠান শেষে মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।