চুনারুঘাটের সাব-রেজিস্টার আব্দুস সুবাহানের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দরা এক প্রতিবাদ সভা করেছেন। গতকাল সোমবার বিকাল ৫টায় দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় চুনারুঘাট দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল আহাদ শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ শাহিদুর রহমান শাহিদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন-সমিতির উপদেষ্টা আব্দুল মুকিত, কোষাধ্যক্ষ আব্দুল মনাফ, সিনিয়র দলিল লেখক কবির চৌধুরী, মহিদুল ইসলাম মুনসুর, দলিল লেখক ছিদ্দিক আলী, দলিল লেখক আবু তাহের, দলিল লেখক আশিষ পাল, দলিল লেখক কাছুম আলী মেম্বার, দলিল লেখক কামাল মিয়াসহ অনেকেই।
প্রতিবাদ সভায় বক্তরা বলেন-চুনারুঘাটের সাব-রেজিস্টারের বিরুদ্ধে মিথ্যা মানববন্ধন করে আমাদের অফিসের সুনাম নষ্ট হয়েছে একটি মহল।
মূলত একটি কুচক্রী মহল অবৈধভাবে কোন ধরনে সুযোগ-সুবিধা না পেয়ে সাব-রেজিস্টার মহোদয়ের বিরুদ্ধে এ ধরনের নেক্কারজনক মিথ্যা মানববন্ধন করেছে। যা আমাদের পেশার জন্য মানহানিকর।
আমাদের সহকর্মী ইশা খানের দলিল লেখকের সনদ মূলত ঢাকা রেজিস্টার অফিসের। আমরা মানবতার প্রয়োজনে তাকে আমরা দলিল লিখতে কোন ধরনে বাধা বিপত্তি করি নাই।
কিন্ত সে গতকাল সাব-রেজিস্টার মহোদয়ের বিরুদ্ধে কয়েকজনকে নিয়ে একটি মানববন্ধন করে। যা আমাদের জন্য লজ্জাজনক। আমরা দলিল লেখক সমিতি সবাই এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।