চুনারুঘাটে আবারও উপজেলা প্রশাসনের অভিযানে ৩টি এস্কেভেটর ও ১০টি ড্রাম ট্রাক আটক করা হয়েছে।
আজ (২ ফেব্রুয়ারী) রবিবার বেলা ১২টা থেকে ৪টা পর্যন্ত উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুনব্রিজ সংলগ্ন স্থানে মোবাইল কোর্টের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রবিন মিয়া ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুব আলম মাহবুব।
অভিযানে উবাহাটা বালুমহালের ইজারাকৃত স্থান বহির্ভূত অংশ হতে মাটি কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি এস্কেভেটর মেশিন এবং ৩ টি ড্রাম ট্রাক জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
এছাড়াও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৭ টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়েছে।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এর আগে বৃহস্পতিবার ও শনিবার গাধছড়া ও ইছালিয়া ছড়ায় অভিযান চালিয়ে কমপক্ষে ২০টি মেশিন ও ২ হাজার ঘনফুট পাইপ ধংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়., জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।