চুনারুঘাটের জিকুয়া গ্রামের বাসিন্দা মরহুম ক্বারী এম আনিছুর রহমান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এতিমখানা ও মাদ্রাসা সহ ৫ শতাধিক মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়েছে ।
আজ (২৯ জানুয়ারি) বৃহস্পতিবার বিকেলে ট্রাস্টের চেয়ারম্যান মোঃ নুরুল হকের সভাপতিত্বে এতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামছু।
বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা মুখলিছুর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান নোমান চৌধুরী, এনটিভি প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, আলহাজ্ব মুজিবুর রহমান।
বক্তরা বলেন, ক্বারী মাওলানা আনিছুর রহমান ছিলেন এলকার একজন প্রাণ পুরুষ। তাকে স্মরণ রাখতে গড়ে তোলা হয়েছে তার নামে ওয়েলফেয়ার ট্রাস্ট গঠন। তার যোগ্য সন্তানরা সাহায্য সহযোগিতা সহ এলাকাবাসীর পাশে দাড়িয়েছেন। যা প্রশংসনীয়।