চুনারুঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২নং আহম্মদাবাদ ইউনিয়নের সভাপতি মোঃ সালেহ উদ্দিন বাবরুর ৬০তম জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়েছে।
গত বুধবার (১ জানুযারী) রাত ১০টায় উপজোলার আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজারে সভাপতি সালেহ উদ্দিন বাবরু এর নিজস্ব ভবনে জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সাবেক এমপি শাম্মী আক্তার।
ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি‘র সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান শামীম, সিনি: যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক আহবায়ক মোশারফ হোসেন মুসা, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি লিটন জমাদার, আহম্মদাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ড. আলমগীর হোসেন, রুমেল আহমেদ, আবু তাহের, ফয়সল আহমেদ, আরিফুল ইসলাম, যুবদল নেতা মোঃ আক্তার হোসেন, বিএনপি নেতা মাখন মিয়াসহ আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এসময়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতাসহ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। ইউনিয়ন বিএনপি সভাপতি সালেহ উদ্দিন বাবরুর দীর্ঘায়ুসহ আগামী দিনের সুন্দর পথচলা কামনা করেন অনুষ্ঠানে আগত সকলেই।
৬০তম জন্মদিনে বিভিন্ন মহল ও জাতীয়তাবাদী দল পরিবারের সদস্যদের ভালোবাসায় সিক্ত হলেন সালেহ উদ্দিন বাবরু। এসময় সহকর্মীরা জন্ম দিনের শুভেচ্ছা অভিনন্দনে ভরিয়ে দেন।
জন্মদিনে সকলের কাছে দোয়া চেয়ে ইউনিয়ন বিএনপি সভাপতি সালেহ উদ্দিন বাবরু বলেন, ‘শুধু জন্মদিন নয়; প্রতিটি দিনই মানুষের জন্য গুরুত্বপূর্ণ ও মূল্যবান। তবুও আজকের এই বিশেষ আয়োজনের জন্য সকলের কাছে কৃতজ্ঞ আমি। সকলের প্রতি রইলো আমার প্রাণঢালা শুভেচ্ছা।