হবিগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৮ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা.
হবিগঞ্জ সদর প্রতিনিধিঃ হবিগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৮ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। মহান স্বাধীনতা দিবস ও ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়। গত (১৫ ফেব্রুয়ারী) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার ৪টি উপজেলার ৮ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা প্রদান করা হয়। এ প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম। এসময উপস্থিত ছিলেন- জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, হবিগঞ্জ জেলার মাধবপুর, চুনারুঘাট, বানিয়াচং এবং নবীগঞ্জ উপজেলার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে প্রেরিত উপহার সামগ্রী এবং ক্রেস্ট তাঁদেরকে প্রদান করা হয়।
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৮ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা.
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ১১:৫৮:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- ২৫৫ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ